প্রযোজ্যতা: এই নিয়ম ও শর্তাবলী https://onlinetoolsbd.shop/ থেকে বিক্রি হওয়া সমস্ত পণ্যের জন্য প্রযোজ্য এবং এটি পূর্ববর্তী শর্তাবলীকে বাতিল করে।
প্রতিটি প্রতিষ্ঠানেরই কিছু নিয়ম থাকে – আমরাও তার ব্যতিক্রম নই। আমরা গ্রাহকদের প্রতি অনুরোধ করছি, অর্ডার করার আগে অনুগ্রহ করে এই "Terms & Conditions" ভালোভাবে পড়ে নিন।
আমরা যেসব ডিজিটাল প্রোডাক্ট সেল করি, তার বেশিরভাগ ক্ষেত্রেই আমরা অফিসিয়াল ডিস্ট্রিবিউটর নই। আমরা বিশ্বস্ত উৎস থেকে প্রোডাক্ট ক্রয় করে পুনরায় বিক্রি করে থাকি।
Online Tools BD যেকোনো সময় এই নিয়ম ও শর্তাবলী পরিবর্তন করার পূর্ণ অধিকার সংরক্ষণ করে। নোটিশ ছাড়াই যেকোনো সংশোধন কার্যকর হতে পারে এবং তা অবিলম্বে প্রযোজ্য হবে।
শেয়ার্ড একাউন্ট বলতে বুঝায়:
একটা একাউন্ট কয়েকজন মিলে ব্যবহার করবে। ডিভাইস লিমিট বা লগইন লিমিট যদি কাষ্টমার কর্তৃক না মানা হয়, এই ক্ষেত্রে ওয়ারেন্টি ভায়োলেশন হবে এবং সাথে সাথে সার্ভিস ক্যান্সেল করা হবে।
এইক্ষেত্রে কোন রিফান্ড বা রিপ্লেসমেন্ট দেওয়া হবে না।
এক-একটি প্রডাক্ট এক একটি প্রসেসে শেয়ার করা হয়। তাই প্রডাক্ট কিনার ক্ষেত্রে প্রডাক্ট ডেসক্রিপশন ভালোভাবে চেক করুন।
শেয়ার্ড একাউন্ট হলেও কাষ্টমার যারা ক্রয় করেছে সকলে সম্পুর্ন সময়ের জন্য ব্যবহার করতে পারবে।
অর্থাৎ ব্যবহারের কোন লিমিট থাকবে না কিন্তু ডিভাইস লিমিট বা লগইন লিমিট থাকবে।
শেয়ার্ড একাউন্ট এর ক্ষেত্রে অনলাইন টুলস বিডি-র নিজস্ব ইমেইলে সাবস্ক্রিপসন দেওয়া হবে। পার্সোনাল একাউন্ট কাস্টমার চাইলে তাদের নিজেদের ইমেইলে নিতে পারবে।